৩য় বারের মত বন্ধ হল চন্দ্রঘোনা ফেরি পারাপার

রাঙ্গামাটি-বান্দরবান-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরি পারাপার গতকাল ৩য় বারের মত বন্ধ করা হয়েছে। কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বাঁধের ১৬টি গেট ৩ ফুট করে খুলে দেয়। এর ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চালানো কঠিন হয়ে পড়ে। তাই সার্বিক নিরাপত্তার স্বার্থে আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সরেজমিনে দেখা গেছে, ফেরির দুই পাড় চন্দ্রঘোনা লিচুবাগান এবং রাইখালীতে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে আছে। রাঙ্গামাটিবান্দরবান যাত্রীবাহী বাসের চালক মো. জসিম উদ্দিন বলেন, আমরা আগে থেকে জানতাম না যে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এখন যাত্রী নিয়ে এসে বিপাকে পড়েছি। ফেরি চলাচল বন্ধ থাকলে রাঙ্গামাটিবান্দরবানখাগড়াছড়ি জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ফেরির পরিচালক মো. শাহজাহান জানান, এবারের বর্ষা শুরু হবার পর থেকে এ পর্যন্ত ৩ দফায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ বছর বৃষ্টি বেশি থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কাপ্তাই লেকের স্পিল বন্ধ না করা পর্যন্ত কর্ণফুলী নদীতে এরকম প্রবল স্রোতধারা থাকবে।

এ ব্যাপারে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, বৃষ্টির মাত্রা কমে আসলে এবং উজান থেকে নেমে আসা ঢল হ্রাস পেলে স্পিল বন্ধ করা হবে। সার্বিক পরিস্থিতির প্রতি নজর রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধতালিকাভুক্ত সন্ত্রাসীকে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যের ঠিকাদার মিঠুর বিরুদ্ধে মামলা করবে দুদক