৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় দিনে গতকাল সোমবার অ্যাথলেটিক্সের সব ইভেন্টের নিষ্পত্তি হয়েছে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এ্যাথলেটিক্সের দীর্ঘ লাফ বালক বড় বিভাগে প্রথম হয়েছেন খুলনা গোলাপ অঞ্চলের তাহমিদ কামাল তুহিন। দ্বিতীয় স্থান পান কুমিল্লা বকুল অঞ্চলের কাজী রাকিবুল হাসান। তৃতীয় স্থান অধিকার করেন নোয়াখালী বকুল অঞ্চলের আক্কাস মিয়া। লাফ ধাফ ঝাঁপ ইভেন্ট বালক মধ্যম বিভাগে প্রথম স্থান পান চাপা অঞ্চলের ইকরাম আরাফাত সিমান্ত। দ্বিতীয় হন পদ্ম অঞ্চলের ইয়াকুব। তৃতীয় স্থান অধিকার করেন রংপুর চাঁপা অঞ্চলে মো. সিয়াম সাকিব। ৮০০ মিটার দৌড় বালক বড় বিভাগে খুলনা গোলাপ অঞ্চলের মো. রোহান মন্ডল প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় স্থান পান পদ্ম অঞ্চলের আরিফ। তৃতীয় স্থান লাভ করেন বকুল গোলাপ অঞ্চলের মো. মুজাহিদ। চাকতি নিক্ষেপ প্রতিযোগিতায় বালিকা বড় বিভাগে প্রথম স্থান অধিকার করেন রাঙ্গামাটি বকুল অঞ্চলের প্রকান্তি চাকমা। দ্বিতীয় স্থান লাভ করেন নোয়াখালী বকুল অঞ্চলের সুমাইয়া আখতার। তৃতীয় স্থান অধিকার করেন কুডিগ্রাম চাপা অঞ্চলের আদিফ আক্তার আনিকা। উচ্চ লাফ বালিকা মধ্যম বিভাগে প্রথম স্থান অধিকার করেন চাঁপা অঞ্চলের তাওরিন মনি। দ্বিতীয় স্থান অধিকার করেন চাঁপা অঞ্চলের মুর্শিদা আক্তার। তৃতীয় স্থান পান পদ্ম অঞ্চলের জান্নাতুল হিয়ামনি। বালক মধ্যম বিভাগ উচ্চ লাফ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন চাঁপা অঞ্চলের ইকরাম আরাফাত সিমান্ত। দ্বিতীয় স্থান অধিকার করেন গোলাপ অঞ্চলের জয় ডালি। তৃতীয় স্থান পান পদ্ম অঞ্চলের আমির হামজা। উচ্চ লাফ বালিকা বড় বিভাগে প্রথম স্থান লাভ করেন চাঁপা অঞ্চলের মোছা. সোমেনা। দ্বিতীয় স্থান অধিকার করেন বকুল অঞ্চলের জলি চাকমা। তৃতীয় স্থান লাভ করেন গোলাপ অঞ্চলের আয়েশা খাতুন। ১৫০০ মিটার দৌড় বালক বড় প্রতিযোগিতায় খুলনা গোলাপ অঞ্চলের মো. রোহান মন্ডল প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন বকুল অঞ্চলের মুজাহিদ। তৃতীয় স্থান পান বকুল গোলাপ অঞ্চলের মো. মিয়াদ হোসেন।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এবারের আসরে সারাদেশকে চারটি অঞ্চলে (চাঁপা, বকুল, গোলাপ, পদ্ম) ভাগ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে তিন দিনব্যাপি এ আয়োজনে হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, সাইক্লিং, অ্যাথলেটিকস ডিসিপ্লিনে অংশগ্রহণ করে প্রতিযোগিরা। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যার প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমেদ,সচিব প্রফেসর ড. একেএম সামসুদ্দিন আজাদ, কলেজ পরিদর্শক প্রফেসর ড. সরওয়ার আলম চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।