৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নিউজিল্যান্ডে বিরল পেঙ্গুইন

| শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৭:৫১ পূর্বাহ্ণ

অ্যান্টার্কটিকার বিরল এক অ্যাডেলি পেঙ্গুইনের দেখা মিলেছে নিউজিল্যান্ড উপকূলে। অন্তত তিন হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এটি নিউজিল্যান্ডে পৌঁছেছে। উপকূলীয় বাসিন্দারা তার নাম দিয়েছে পিঙ্গু। খবর বিডিনিউজের।
হ্যারি সিং নামের এক স্থানীয় বাসিন্দা অ্যাডিলি পেঙ্গুইনটিকে খুঁজে পান। বিবিসিকে তিনি বলেন, প্রথমে ভেবেছিলাম, এটি একটি নরম খেলনা। হঠাৎ পেঙ্গুইনটি তার মাথা নাড়ে। তখনই বুঝতে পারি এটি জীবন্ত পেঙ্গুইন। হ্যারি তার ফেইসবুকে পেঙ্গুইনের ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা মনে হয়েছে, পেঙ্গুইনটি দলছুট হয়ে একা হয়ে পড়েছে। এক ঘণ্টার মতো পেঙ্গুইনটি নড়াচড়া করছিল না। তাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছিল। হ্যারি পরে যোগাযোগ করেন উদ্ধারকারীদের সঙ্গে। পেঙ্গুইনটি উদ্ধার না হওয়া পর্যন্ত সময়টা হ্যারি দম্পতি সেটিকে নজরে রাখছিলেন, যেন সে অন্য কোনও প্রাণীর শিকারে পরিণত না হয়। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে পেঙ্গুইন নিয়ে ১০ বছর ধরে কাজ করছেন টমাস স্ট্র্যাক। তিনিই এটিকে বিরল অ্যাডেলি পেঙ্গুইন বলে চিহ্নিত করেন এবং জানান, কেবল অ্যান্টার্কটিকাতেই এই প্রজাতির দেখা পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে মার্কিন সাংবাদিকের ১১ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধ২০২৩ সালে জলবায়ু সম্মেলন করবে আমিরাত