৩ মাসে উত্তর বন বিভাগের ৩০ লক্ষাধিক টাকার কাঠ জব্দ

পাচার রোধে অভিযান জোরদার

| বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৯ পূর্বাহ্ণ

বনজদ্রব্যের অবৈধ পাচার প্রতিরোধে চট্টগ্রাম উত্তর বন বিভাগ অভিযান জোরদারসহ বিশেষ নজরদারি শুরু করেছে। গত ৩ মাসে মহানগরসহ বিভিন্ন সড়ক পথে পাচারকালে সেগুনসহ প্রায় ৩ হাজার ৯শ ঘনফুট কাঠ, ২ হাজার ঘনফুট জ্বালানি কাঠ, ১১২টি বল্লী, ৫৬টি তৈরি কাঠের দরজা, ৩৯টি চৌকাঠ, ১৮টি জানালার পাল্লা, ৩৮ আইটেম সেগুন কাঠের আসবাবপত্র, ৭৪০টি বাড়িয়ালা বাঁশ, ৬টি কাভার্ড ভ্যান, ৯টি ট্রাক, ৪টি পিকআপ, ১টি ট্রেইলর, ৭টি জিপ, ১টি মাহিন্দ্র, ১টি ভ্যান, ১টি টমটমসহ ৩০টি যানবাহন জব্দ করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, রাঙামাটি-চট্টগ্রাম সড়ক, খাগড়াছড়ি-রামগড়-চট্টগ্রাম সড়ক, কর্ণফুলী সেতু সড়ক, কালুরঘাট সেতু সড়কসহ চট্টগ্রাম শহরে আসা বিভিন্ন সড়কে অবৈধভাবে বনজদ্রব্য পাচারের সময় বিভিন্ন অভিযানে ১৮ জনকে আটক করে ৪৩টি বন মামলা দায়ের করা হয়েছে। আটক বনজদ্রব্যের মূল্য আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা।
শহর রেঞ্জ সহকারী বন সংরক্ষক ব্রজ গোপাল রাজবংশী জানান, স্টাফ ও সরকারি যানবাহন স্বল্পতা সত্ত্বেও চট্টগ্রাম উত্তর বন বিভাগ বনজদ্রব্য পাচার প্রতিরোধে অভিযান জোরদার করেছে। এছাড়া স্পর্শকাতর এলাকায় র‌্যাব-৭ সহ যৌথ টাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাফতনগরে মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা
পরবর্তী নিবন্ধমানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য