শনিবার ৯০০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে আরও ১১১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় ১২.৩৩ শতাংশের পজেটিভ শনাক্ত হয়েছে এদিন। এ সংক্রমণ হার গত ৩ জানুয়ারির পর সবচেয়ে বেশি। গত ৩ জানুয়ারি সংক্রমণ হার ওঠেছিল ১৩ দশমিক ০১ শতাংশে। উল্লেখ্য, গতকালের আগে চলতি মাসে সর্বোচ্চ সংক্রমণ হার ছিল ১৯ মার্চ, ১০ দশমিক ৮৫ শতাংশ। সর্বনিম্ন সংক্রমণ হার ছিল ৬ মার্চ, ৩ দশমিক ৯২ শতাংশ। অবশ্য সেদিন এক রোগীর মৃত্যু হয়। গত চারদিনে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে এ মাসে মোট ৮ জন মারা যান। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৩৮৩ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
নতুন শনাক্ত ১১১ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫৫১ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শনিবারের ৯০০টিসহ এ পর্যন্ত মোট ৩ লাখ ২৮ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৫৫১ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১১.৪১ শতাংশ। নতুন ৫০ জনসহ এ পর্যন্ত ৩৩ হাজার ৪৪৮ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৮৯.০৭ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। শনিবার চট্টগ্রামে করোনা শনাক্ত ১১১ জনের মধ্যে ১০০ জন মহানগরীর এবং ১১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।