জেলা পরিষদ নির্বাচনে আঙুলের ছাপ না মেলায় চারজন ভোটারকে নিয়ে তিন ঘণ্টা ভোগান্তিতে ছিলেন ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা। এই দীর্ঘ সময়ের মধ্যে কয়েকবার আঙুল সাবান দিয়ে ধুয়ে এবং মাটিতে ঘষে শেষ পর্যন্ত তিন জন শেষ সময়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ইভিএমে। তবে আঙুল বারবার ধুয়ে-ঘষেও তিন ঘণ্টা সময় পার হলেও ছাপ না মেলায় শেষ পর্যন্ত ইভিএমে ভোট দিতে পারেননি হুমায়ুন কবির নামে এক জনপ্রতিনিধি। খবর বিডিনিউজের।