২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ কিক ফাইটারের সাফল্য

| সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

গত ৯১১ মে শহীদ সহরোয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ২৯ তম জাতীয় কারাতে প্রতিযোগিতা। উক্ত কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের ছাত্র ছাত্রীরা চট্টগ্রাম পোর্ট স্পোর্টস কমপ্লেঙ ও বাংলাদেশ রেলওয়ে হতে বিভিন্ন ক্যাটাগরীতে অংশগ্রহণ করে ৫ টি ব্রোঞ্জ পদক অর্জন করে। পদক বিজয়ীরা হলেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস হতে সিনিয়র একক কাতায় লারাইবা চৌধুরী (তাম্র), অনূর্ধ্ব৫০ কেজি সিনিয়র মহিলা ক্যাটাগরীতে শারমীন আক্তার (তাম্র), অনূর্ধ্ব৬১ কেজিতে জান্নাতুল নুর কেয়া (তাম্র) এবং বাংলাদেশ রেলওয়ে হতে সিনিয়র পুরুষ একক কাতায় স্বাধীন আহমেদ (তাম্র) ও অনূর্ধ্ব৬০ কেজি পুরুষ ওজন শ্রেণিতে সামিউল হোসেন আয়াত (তাম্র)।চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ম্যানেজার ছিলেন নুরে আলম ও মোহাম্মদ জাফর, বাংলাদেশ রেলওয়ের কোচ ছিলেন ফখরুল আবেদীন ও ম্যানেজার ছিলেন রোকন উদ্দিন। বিকেএফকেএস এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সিহান এ বি রনি সকল পদক বিজয়ী ও কোচ ম্যানেজারকে বিকেএফকেএস হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পূর্ববর্তী নিবন্ধচাটগাঁইয়া তামিমের সাথে যুক্ত হলো ইমনের নাম
পরবর্তী নিবন্ধদ. আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল নারী ইমার্জিং দল