২৯ বছর পর রায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৫:০১ পূর্বাহ্ণ

বান্দরবানে স্বামী হত্যার দায়ে স্ত্রী হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বান্দরবান জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইঁয়ার আদালত এই আদেশ দেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত সূত্রে জানা যায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং মৌজায় ১৯৯৩ সালের জুলাই মাসের ৭ তারিখে কুরবান আলী নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা বেগম ও সাইফুল ইসলামকে আসামী করে নিহতের চাচাতো ভাই এরশাদ মিয়া বাদী হয়ে আলীকদম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ২৯ বছর বিচারিক প্রক্রিয়া শেষে হত্যাকান্ডের সত্যতা প্রমাণিত হওয়ায় নিহতের স্ত্রী আসামী হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে অপরাধ প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত অপর আসামী সাইফুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইঁয়া। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইকবাল করীম।

পূর্ববর্তী নিবন্ধ১৫ থানা এলাকায় মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ কাল
পরবর্তী নিবন্ধজাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস আজ