ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারা দেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে সংবাদ সম্মেলন করে বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ কর্মসূচি ঘোষণা করেন। বাম জোটের পর একই দিনে আগামী ২৮ মার্চ আধা-বেলা হরতালের ডাক দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। খবর বিডিনিউজের।
২৮ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল হবে জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল বলেন, হরতাল ‘সফল’ করতে ১৩ থেকে ২৭ মার্চ সারাদেশে সভা, সমাবেশ, পদযাত্রা, মিছিল, বিক্ষোভ ও প্রচারপত্র বিলি করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
জনগণকে ‘নিজেদের বাঁচার প্রয়োজনে’ দেশব্যাপী হরতাল কর্মসূচি সফল করতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সব বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল, সংগঠন, শ্রেণি পেশার সংগঠন ও নেতাদের স্ব-স্ব অবস্থান থেকে একইদিন হরতালের কর্মসূচি ঘোষণা, সমর্থন ও বাস্তবায়নে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাই।
লিখিত বক্তব্যে বাম জোটের সমন্বয়ক বলেন, নিত্য প্রয়োজনীয় অতি জরুরি খাদ্যপণ্যের অস্বাভাবিক ও লাগামহীন মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ আজ নাকাল। গরিব ও স্বল্প আয়ের কোটি কোটি মানুষের খাদ্য গ্রহণ কমে গেছে। জনগণের এক বড় অংশ দুই বেলাও ভালোভাবে খেতে পারছে না। এ অবস্থা চলতে দিলে দেশ আবারও দুর্ভিক্ষাবস্থায় নিপতিত হতে পারে। চাল-ডাল, পেঁয়াজ, সিলিন্ডার গ্যাসসহ অতি জরুরি খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই।
আলাদা হরতালের ডাক জাফরুল্লাহর : ২৮ মার্চ আধাবেলা হরতালের ডাক দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার বিকালে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর এটিএম হায়দার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, জনগণের কথা সরকারের কানে প্রবেশের জন্য আগামী ২৮ মার্চ সকল রাজনৈতিক দলের, সকল মানুষের উচিত শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা। আমি শ্রমজীবী মানুষের প্রতি অনুরোধ রাখব, ২৮ তারিখ আপনারা কেউ বাসার বাইরে বের হবেন না। বের হলে হরতালের কর্মসূচিতে যোগ দেবার জন্য বের হবেন। সবাই মিলে দলমত নির্বিশেষে যে যেভাবে পারেন ২৮ তারিখের হরতাল সফল করেন।
তিনি বলেন, আমি সরকারের নিরাপত্তা বাহিনীকে বলব, অতীতের মতো হরতালের সময় নিজেরা গাড়ি ভেঙে আমাদের ওপর চাপাবেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই হরতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।