অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: খোরশেদ (৫০)কে দীর্ঘ ২৮ বছর পর চট্টগ্রামের পটিয়া থানার শোভনদন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব ০৭।
শনিবার (১৭ মে) রাত সাড়ে ৭ টার দিকে চট্টগ্রামের পটিয়া থানার শোভনদন্ডি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি হলেন পটিয়ার রশিদাবাদের মীর আহম্মদের ছেলে মো: খোরশেদ আলম।
র্যাব জানায়, দীর্ঘ ২৮ বছর ধরে পলাতক খোরশেদ। একটি অস্ত্র আইনের মামলায় সে সাজাপ্রাপ্ত। পটিয়ার শোভনদন্ডিতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে পরবর্তীতে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হবে।