২৮ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন আগামী ২৮ জুলাই বিকাল ৪টা থেকে শুরু হবে। আর চলবে ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হবে। গতকাল রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৬ আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)। সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী বরাবরে গণঅধিকার ফোরামের স্মারকলিপি
পরবর্তী নিবন্ধ‘আমাদের বিশ্বাস – বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিআরবি ধ্বংসের অপতৎপরতা রুখে দেবেন’