নগরীর আগ্রাবাদে ২৭০টি পাসপোর্টসহ গ্রেপ্তার দুই যুবকের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার রাতে তারেক কবির (৩৮) ও নূরুল ইসলাম (৪০) নামে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ আজাদীকে বলেন, একজন ব্যবসায়ীর পাসপোর্ট আটকে রেখেছিলেন গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। এরপর নূরুল ইসলামকে চৌমুহনী থেকে আটক করা হয়। তার কাছ থেকে ব্যবসায়ীর পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদে নূরুল ইসলাম জানান, তিনি রাহাত ট্রাভেলস অ্যান্ড ট্যুর নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারেক কবির ওই প্রতিষ্ঠানের মালিক। তারেকের দেয়া তথ্য অনুযায়ী তার শ্বশুর আব্দুল করিমের বাসায় অভিযান চালানো হয়। সেখানে ২৭০টি পাসপোর্ট পাওয়া যায়। পরে খুলশীর মোজাফফর নগর এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার হন তারেক কবির।
জব্দকৃত পাসপোর্টগুলো চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের বলে জানিয়েছে পুলিশ। ওসি সদীপ বলেন, রাহাত ট্রাভেলস অ্যান্ড ট্যুর এর আগে মানবপাচারের অভিযোগে কালো তালিকাভুক্ত হয়েছিল। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে তারেক কবির ও নূরুল ইসলাম সহযোগিতা করে থাকেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।