২৭ বছর পর রায়ে স্বামীর যাবজ্জীবন

মুরাদপুরে স্ত্রী-সন্তানকে হত্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশের মুরাদপুরে ২৭ বছরেরও বেশি সময় আগে স্ত্রী ও কন্যা সন্তানকে খুনের দায়ে স্বামী আবুল কালাম আজাদকে (পলাতক) যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আবুল কালাম কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি এলাকার ইয়াকুব আলীর ছেলে। গতকাল বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।

আদালতের পেশকার মো. মুসা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজাদকে এ সাজা দিয়েছেন বিচারক। পুরো বিচার প্রক্রিয়ায় বিচারক ৬ জনের সাক্ষ্য নিয়েছেন। আসামি আজাদ পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

আদালত সূত্র জানায়, ১৯৯৫ সালের ৩০ মে মুরাদপুরে নিজ বাসায় স্ত্রী কামরুন নাহার ও মেয়ে কোহিনুর আক্তারকে হত্যা করে আজাদ। এ ঘটনায় নিহত কামরুন নাহারের বাবা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। পরবর্তীতে ১৯৯৬ সালের ১৭ জুন মামলার একমাত্র আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিনে ধ্বংস করা হল ২৫ কন্টেনার পণ্য
পরবর্তী নিবন্ধসরকারকে আবার ধাক্কা দিতে গেলে বিএনপির পা ভেঙে যাবে : তথ্যমন্ত্রী