২৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন নাছির

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি থানার দুটি মামলায় জামিন পেয়ে দীর্ঘ ২৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছির। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম আদালত থেকে ফটিকছড়ি থানার দুটি মামলায় জামিন সংক্রান্ত কাগজপত্র আসার পর এবং তা যাচাইবাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, নাছিরের বিরুদ্ধে ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ৩৬টি মামলা ছিল। এরমধ্যে ৩১টি মামলায় তিনি খালাস পান। দুটিতে সাজা হলেও কারাগারে থাকায় সেগুলোতে সাজাভোগ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট তিনটি মামলার মধ্যে একটিতে আগে থেকে জামিনে ছিলেন। সর্বশেষ অপর দুটি মামলায় সম্প্রতি তিনি জামিন পান। আদালত সূত্র আরো জানায়, ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে কারাগারে ছিলেন নাছির। দীর্ঘ ২৬ বছর পর তিনি কারাগার থেকে মুক্তি পান। সূত্র আরো জানায়, নব্বইয়ের দশকে আলোচনায় আসেন নাছির। ১৯৯৮ সালের এপ্রিলে চট্টগ্রাম কলেজের একটি ছাত্রাবাস থেকে নাছিরকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে আমাদের ফটিকছড়ি প্রতিনিধি জানান, মুক্তির পর রাত ১০টার দিকে প্রায় শতাধিক গাড়ি বহর নিয়ে নিজ গ্রামের বাড়িতে ফিরেন নাছির। তখন তার বাড়িতে শত শত সমর্থকদের ভিড় দেখা যায়।

এসময় জানতে চাইলে শিবির নাছির বলেন, ‘দেশে যেভাবে জুলুমঅত্যাচার চলেছে তা কেউ জানতো না। সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এ ক্ষোভে শিক্ষার্থীরা বুঝিয়ে দিলেন আমাদের সাথে পৃথিবীতে কেউ দাঁড়াতে পারবে না। আমার যে সময় চলে গেছে তা আর ফিরে আসবে না, বাকি যে সময়টুকু আছে তা ভাল করে কাটানোর চেষ্টা করবো। আমি যেহেতু রাজনীতি করেছি এবং সেটার পিছনে এত সময় চলে গিয়েছে এখন তো আবারো তা আমি চাইব। তবে তা আমার জন্য নয়, যারা আমাকে পছন্দ করে সাপোর্ট করে তাদের জন্য চাইবো।’ তিনি আরো বলেন, আমার জেল হওয়ার পিছনে দলীয় কারণ ছিল। সরকার ক্ষমতায় এসে কি করেছে তা সবাই জানে, আজ তাদের অবস্থান কোথায় তাও সবাই দেখছে। যে সূর্য মুজিবুর রহমান উদয় করেছেন তা শেখ হাসিনা পাওয়ার পর ডুবিয়েছেন। তরুণরাই দেশটা সংস্কার করতে পারবে, কারণ তাদের কোনো পিছুটান নেই, তারা যেভাবে চাইবে আমরা সেভাবে করবো, এখানে আমাদের কোনো কথা নেই। আমাদের চাওয়া সকলেই শান্তিতে থাকুক।

পূর্ববর্তী নিবন্ধ২৮ কোটি ৭৫ লাখ টাকার ২৯ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনাফে আটক ২
পরবর্তী নিবন্ধএবার দুদকের মামলায় খালাস পেলেন ড. ইউনূস