দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নগরী ও জেলায় যেসব প্রার্থী বা তাদের পক্ষে কর্মী–সমর্থকরা নির্বাচনী প্রচারণার পোস্টার, ব্যানার, বিলবোর্ড, গেইট, তোরণ এবং আলোকসজ্জা করেছেন তা নিজ উদ্যোগে আগামী ২৬ নভেম্বরের মধ্যে অপসারণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এই ব্যাপারে গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার ওসি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবরে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রার্থীদের নিজ উদ্যোগে উল্লিখিত সকল ধরনের প্রচারণা সামগ্রী ২৬ নভেম্বরের মধ্যে সরাতে হবে।