পটিয়ায় এক স্কুল ছাত্রীর ২৬ দিনেও কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। গত ২১ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় একটি টেইলার্সে কাপড় সেলাই করতে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরেনি। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত ৮ অক্টোবর চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ একটি মামলা দায়ের করেন। মামলায় আশিয়ার বাথুয়া ৮নং ওয়ার্ডের আবুল বশর বাড়ির আবুল বশর, তার স্ত্রী বেবী আকতার (৩৮) ও ছেলে শাহাদাত হোসেন সজীবের (২২) নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ২ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটিয়া থানাকে তদন্তের দায়িত্ব দেয়। ঘটনার পর থেকে সজীবের পুরো পরিবার পলাতক রয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার এসআই খায়রুল রবিন জানান, এ ঘটনায় কোর্টে একটি মামলার প্রেক্ষিতে পটিয়া থানাকে দায়িত্ব দেয়া হয়েছে। থানা আমাকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। এ মামলায় আসামিকে ধরার জন্য তার বাড়িতে অভিযান চালিয়েছি। তার পুরো পরিবার পালিয়েছে। আমরা আসামিকে ধরতে বিভিন্ন জায়গায় খবরা খবর নিচ্ছি। তাদের মোবাইল নম্বর বন্ধ রয়েছে।
এ বিষয়ে মামলার মামলার বাদী জানান, আমার মেয়ে মুরালী বাজারে সেলাইয়ের দোকানে গিয়েছিল। সেকানে স্থানীয় কিশোর গ্যাং লিডার সজীবসহ কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার ২৬ দিন পরও তার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।