হাটহাজারীতে গতকাল মঙ্গলবার প্রায় ২৬ ঘণ্টা পর বিদ্যুৎ এসেছিল। এরপর শুরু হয় যাওয়া–আসা। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। গত সোমবার দুপরে কালবৈশাখীতে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। স্থান বিশেষে বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। ভেঙে পড়া গাছ কেটে ও বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করতে গতকাল মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত সময় লাগে। প্রায় ২৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় গৃহস্থালির স্বাভাবিক কাজ ব্যহত হয়। বৈদ্যুতিক মোটরের সাহায্যে যেসব পরিবার পানি উত্তোলন করে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তবে কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমে গতকাল মঙ্গলবার বেলা চারটার দিকে প্রায় ২৬ ঘণ্টা পর সঞ্চালন লাইন ঠিক হলেও বিদ্যুৎ ছিল যাওয়া আসার মধ্যে।
জানা যায়, সোমবার বেলা দুইটার দিকে বজ্রসহ বৃষ্টিপাত ও কালবৈশাখীর কারণে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। গাছ ভেঙে পড়ে পৌরসভার আলীপুর গ্রামে বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। বিদ্যুৎ বিভাগ, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাস্তায় উপরে পড়া গাছপালা পরিষ্কার করে গাড়ি চলাচল স্বাভাবিক করে। গতকাল মঙ্গলবারও হাটহাজারী–গড়দুয়ারা–মাদার্শা সড়কের বিভিন্ন স্থানে উপড়ে পড়া গাছপালা পরিষ্কার করতে দেখা গেছে। বিকাল চারটার দিকে বিদ্যুৎ আসলে ও রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ প্রায় ১০ বার আসা যাওয়া করেছে বলে গণমাধ্যকে জানিয়েছেন বিভিন্ন স্থানের গ্রাহকরা।