২৫ দুস্থ পরিবার পেল সেলাই মেশিন

মানবিক ভূজপুরের উদ্যোগ

| বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৩১ পূর্বাহ্ণ

উত্তর ফটিকছড়ি মানবিক ভুজপুরের প্রধান সমন্বয়ক হাসান মুহাম্মদ শামসুদ্দীনের নেতৃত্বে আর্থিক সহযোগিতায় যাকাত ফান্ড থেকে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ২৫ ব্যক্তির হাতে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গত ২৭ মে হাসনাবাদ মদিনাতুল আরব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি কাজী সেলিম উল্লাহর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বায়তুশ শরফ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল ড. সাইয়্যেদ মাওলানা আবু নোমান। প্রধান আলোচক ছিলেন বিএসআরএম গ্রুপের ম্যানেজার (এডমিন) কবি জহির উদ্দিন মো. ইমরুল কায়েস।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণহাট কলেজের সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম হোসাইনী, আবছার উদ্দীন, মো. ইলিয়াছ মেম্বার, আহমদ হোসাইন, মহি উদ্দিন, খালেদুল আনোয়ার, ডা. এমদাদুল ইসলাম, জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. নুরুল আলম, শিক্ষক মাহমুদুল হাসান, গোলাম কিবরিয়া, শিক্ষক আমির হোসেন, আবুল হাশেম, মো. সাইফুদ্দিন, আবু তাহের, শাহ আলম, ফয়েজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা দুস্থ মানুষের মাঝে যাকাত প্রদানের মাধ্যমে দেশ থেকে দারিদ্রতা বিমোচনের উপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভিল সার্জন কার্যালয়ে কন্ট্রোল রুম উদ্বোধন
পরবর্তী নিবন্ধদেশে বছরে থ্যালাসেমিয়া রোগ নিয়ে ১৫ হাজার শিশুর জন্ম