২৪০ স্পটের পানির নমুনা পরীক্ষা করবে ওয়াসা

ডায়রিয়ার প্রকোপ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

হঠাৎ করে নগরীতে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম ওয়াসা তাদের পানি সরবরাহকৃত ২৪০টি জায়গা থেকে পানি সংগ্রহ করে নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে। গত প্রায় দুই সপ্তাহ ধরে নগরীতে ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই নিয়ে বিভিন্ন মিডিয়ায় লেখালেখি শুরু হলে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ নিজ উদ্যোগ নগরীর বিভিন্ন স্পট থেকে তাদের সরবরাহকৃত পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে। তবে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা হলে তারা জানান, এমনিতেই গ্রীষ্মের এই প্রচন্ড খরতাপে প্রতি বছর শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া রোগে আক্রান্ত হয় বেশি। ওয়াসার উচিত তাদের সরবরাহকৃত পানির স্ট্যান্ডার্ড অনুযায়ী সকল ধরনের প্যারামিটার পরীক্ষা করা। বিশেষ করে ওয়াসার পানির রিজার্ভার, বাসাবাড়ি, রেস্টুরেন্ট, হাসপাতাল-ক্লিনিক এবং বিভিন্ন ঘনবসতি এলাকার পানির নমুনা পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ওয়াসার কর্তৃপক্ষ জানায়, ওয়াসার সরবরাহকৃত পানিতে কোনো সমস্যা নেই। প্রতি মাসেই ওয়াসা সরবরাকৃত পানির নমুনা পরীক্ষা করে থাকে। তারপরও নগরীতে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় নতুন করে নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅভিযান দেখে ‘পালিয়ে গেলেন’ ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধআবার টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, যুক্ত হচ্ছে ছোলাও