২৪ বছর আগে এসিড ছুঁড়ে মারার মামলায় একজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন কমার্স কলেজ রোডের মোগলটুলি এলাকায় ২৪ বছর আগে এক যুবককে এসিড ছুঁড়ে মারার মামলায় মো. কামাল নামের অপর এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো দু’বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মো. কামাল চাঁদপুরের ফরিদগঞ্জ থানার কাদুনিয়া রেজাক আলী বেপারীর বাড়ী এলাকার রসুল করিমের ছেলে। গতকাল রোববার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামরুন নাহার বেগম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত মো. কামালকে এ সাজা দিয়েছেন। তার বিরুদ্ধে মোট তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালের ১৭ সেপ্টেম্বর ডবলমুরিং থানাধীন কমার্স কলেজ রোডের মোগলটুলি এলাকায় সামান্য কথা কাটাকাটির জেরে হাফেজ মো. জাকারিয়া নামের যুবককে এসিড ছুঁড়ে মারে হাফেজ মো. জাকারিয়া। এতে হাফেজ মো. জাকারিয়ার চোখ, মুখ, বুক, এমনকি দু’হাত ঝলসে যায়।

এ ঘটনায় হাফেজ মো. জাকারিয়ার বাবা মো. ইউনছু মিয়া বাদী হয়ে মো. কামালের বিরুদ্ধে মামলাটি করেন। পরবর্তীতে তদন্ত শেষ করে ১৯৯৯ সালের ২৮ জুলাই মো. কামালের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

২০০৪ সালের ১৫ জানুয়ারি মো. কামালের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আদালত সূত্র জানায়, ভিকটিম হাফেজ মো. জাকারিয়া ও দণ্ডপ্রাপ্ত আসামি মো. কামাল মোগলটুলি এলাকার একটি দোকানে চাকরি করতেন।

পূর্ববর্তী নিবন্ধদুই মাস পর কার অবস্থান কোথায়
পরবর্তী নিবন্ধমায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা