নানা আয়োজনে ১৯৮৮ সালে ২৪ জানুয়ারি গণহত্যায় শহীদদের স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোবাবর বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। সভায় বক্তারা বলেন, স্বৈরশাসকরা ক্ষমতা চিরস্থায়ী করতে ২৪ জানুয়ারি গণহত্যা করেছিল। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নীল নকশা করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন গতকাল সকালে ২৪ জানুয়ারি গণহত্যায় শহীদদের স্মরণে নগরীর পুরাতন বাংলাদেশ ব্যাংক চত্বরে স্থাপিত শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় তিনি বলেন, লোমহর্ষক ঘটনা সম্বলিত ২৪ জানুয়ারি আসলেই জাতির বিবেকবান হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেদিনের ভয়াবহতা ও মানুষের আহাজারী কখনো স্মৃতি থেকে মোছার নয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ: ২৪ জানুয়ারি গণহত্যায় শহীদদের স্মরণে দক্ষিণ জেলা আওয়ামী লীগ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।
সভায় আরও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এড. জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, এড. মুজিবুল হক, গোলাম ফারুক ডলার, নুরুল আবছার চৌধুরী, আবদুল কাদের সুজন, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, বিজয় কুমার বড়ুয়া, সৈয়দুল মোস্তাফা চৌধুরী রাজু প্রমুখ। সভাশেষে গণহত্যায় শহীদদের স্মরণে কোটবিল্ডিংস্থ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি: গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন, সমিতির সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সমিতির সাবেক সভাপতি মো. মুজিবুল হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু মো. হাশেম, মো. আবদুর রশীদ, মঈনুল আলম চৌধুরী (টিপু), মো. ইমরুল হক মেনন, মুহাম্মদ শফিউল আজম বাবর, নাসরিন আক্তার চৌধুরী, মো. রবিউল আলম প্রমুখ।
কোতোয়ালী থানা আওয়ামী লীগ: ২৪ই জানুয়ারি গণহত্যা দিবস উপলক্ষে কোতোয়ালী থানা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বেলা ১২টায় দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, কোতোয়ালী থানা আওয়ামী লীগের আবুল মনসুর, মশিউর রহমান রোকন, টিংকু বড়ুয়া, জাহাঙ্গীর আলম, মিথুন বড়ুয়া, মহিবুল্লাহ চৌধুরী, মোসলেম উদ্দিন দিদার, আবদুল মোনায়েম, অধ্যাপক মাসুম চৌধুরী, আবু বক্কর বক্কু, এড. রনি কুমার দে, মাস্টার জসীম উদ্দিন, মো. আবছার উদ্দিন, তারেক ইমতিয়াজ ইমতু, ফজলে আজিজ বাবুল, আনিছুর রহমান ইমন, কানন বড়ুয়া, রতন আচার্য, দীপক ভট্টাচার্য, চিত্ত রঞ্জন সরকার, আলী আকবর, আবদুল্লাহ আল মাসুম, মঞ্জুরুল আলম, এড. আবদুল্লাহ আল মামুন, এড. হাদী মো. হাম্মাদ উল্লাহ প্রমুখ।