২৪ জনের নামে মামলা, আটক ৬

মগনামায় আবু ছৈয়দ হত্যা

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

পেকুয়ার মগনামায় আবু ছৈয়দ (৪০) কে কুপিয়ে হত্যার ঘটনায় ২৪ জনের নামে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। গতকাল বুধবার পেকুয়া থানায় মামলাটি রুজু করা হয়। মামলা নং০৭ তারিখ১১১০২০২৩ ইং। এ ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। তবে স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় উত্তেজিত লোকজনই গণধোলাই দিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতরা হলো আফজালিয়া পাড়ার আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন জনু, সোনা মিয়া, তৈয়ব, আরিফ, মুনাইয়্যা প্রকাশ গুরা।

প্রসঙ্গত গত মঙ্গলবার উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত হন আবু ছৈয়দ। সে জয়নাল হত্যা মামলার অন্যতম আসামি।

পূর্ববর্তী নিবন্ধআদারচরের বন্যাদুর্গতরা পেল অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধতিন মাসে সরকারের ঋণ কমেছে ৩ হাজার ৭৭৮ কোটি টাকা