২৪ ঘণ্টায় চট্টগ্রামে শনাক্ত ১১০

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৮ জনে। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মাঝে ২৮ জনেরই মৃত্যু হয়েছে চলতি আগস্ট মাসে। মোট মৃত্যুর ২১ জনই শিশু। দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ১০৫ জন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের দায়ে ৫ জনের যাবজ্জীবন