২২ লাখ টাকার হেরোইন খুঁজে দিল কুকুর ‘রানী’

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে হেরোইনের খবর পেয়ে প্রশিক্ষিত কুকুর রানীকে নিয়ে সড়কে তল্লাশি চৌকি বসায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। পরে বাসটিতে যাত্রীদের মালামাল রাখার স্থানে ছেড়ে দেওয়া হলে কুকুরটি গন্ধ শুঁকে খুঁজে দেয় এক কেজি ১০০ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম ও বিজিবি চট্টগ্রাম৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ঝিনাইদহ জেলার শৈলকূপা থেকে আসা চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসে হেরোইন রয়েছে বলে গোপন সূত্রে খবর পান তারা। এসময় বিষয়টির সত্যতা যাচাইয়ে মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে সকাল ৯টার দিকে শ্যামলী পরিবহনের বাসটি থামিয়ে বিজিবির সদস্যরা ডগ রানীর মাধ্যমে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মালামাল রাখার স্থানে একটি কালো ব্যাগ থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া ওই হেরোইনের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। তবে হেরোইনের মালিককে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম জানান, মাদকের খবর পেয়ে বিজিবি সদস্যরা রাত ৩টায় মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অবস্থান নেয়। তবে সন্দেহজনক যাত্রীবাহী বাসটি সকাল ৯টায় ওই এলাকায় পৌঁছায়। পরে তারা তাদের প্রশিক্ষিত কুকুরের সহায়তায় বাসের ভেতরে রাখা হেরোইনের প্যাকেটটি উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে সব নির্মাণ কাজ বন্ধের ঘোষণা ঠিকাদারদের
পরবর্তী নিবন্ধইয়াবা-আইসের পথে আসছে হেরোইন, যাচ্ছে কোথায়