২২ বছর পর আলোর মুখ দেখছে নৌ তদন্ত কেন্দ্র

ডাঙ্গারচরে কেন্দ্রটি উদ্বোধন আজ

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

ডাঙ্গারচরে কেন্দ্রটি উদ্বোধন আজ

আজাদী প্রতিবেদন 

কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচরে নৌ তদন্ত কেন্দ্রের উদ্বোধন আজ। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সকাল ১০টায় এ তদন্ত কেন্দ্র উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে আরো তিনটি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে। সিএমপির উপকমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) এসএম মোস্তাইন হোসাইন গতকাল আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাঙ্গারচরে বন্দরের জায়গায় তদন্ত কেন্দ্রের জন্য প্রাথমিক পর্যায়ে দোতলা ভবন নির্মাণ করা হয়েছে।

জানা যায়, শাহ আমানত সেতু থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত বন্দর চ্যানেলের নিরাপত্তা জোরদার করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০০২ সালের দিকে নৌ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি জানায়। একই সালে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কর্ণফুলী নদীর দুই তীরে দুটি করে চারটি নৌ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়।

২০০৪ সালে ১৫২ জনের জনবল সৃষ্টি করা হলেও এরপর ফাইলবন্দি হয়ে পড়ে প্রস্তাবনাটি। ২০২০ সালে সিএমপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে পুনরায় তাগাদা দেওয়া হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পর আলোর মুখ দেখছে সিএমপির আওতাধীন নৌ তদন্ত কেন্দ্র।

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইল শাড়ির জিআই : ভারতের স্বীকৃতির প্রতিবাদ জানাবে মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধদুই বছর ধরে প্রস্তাবটি হিমাগারে