প্রায় ২২ দিন ধরে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সব ধরনের অফিস–আদালত চালু হলেও এখনো যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু না হওয়ায় এই পথের যাত্রীরা উন্মুখ হয়ে আছেন কবে ট্রেন চলাচল শুরু হবে এই আশায়। এদিকে কিছুদিন তেলবাহী এবং কন্টেনার ট্রেন চললেও তাও বন্ধ রয়েছে এখন। এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম আজাদীকে বলেন, ট্রেন চলাচলের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সরকার কারফিউ জারির পর গত ১৯ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যাত্রীবাহী ট্রেন (আন্তঃনগর, মেইল, লোকাল ও কমিউটার), কন্টেনারবাহী ট্রেন এবং তেলবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। ১৩ দিন পর গত ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথমদিন ফের বন্ধ করা হয় ট্রেন চলাচল। এরপর ২ আগস্ট থেকে কন্টেনারবাহী ট্রেন চলাচল শুরু হলেও ছাত্র বিক্ষোভের মুখে ৩ তারিখের পর কন্টেনারবাহী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
এদিকে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল গত ২৩ জুলাই থেকে। কিন্তু ৩ আগস্ট থেকে তেলবাহী ট্রেন চলাচলও বন্ধ রয়েছে বলে জানান চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান। তিনি আজাদীকে বলেন, সব ধরনের ট্রেন চলাচল এখনো বন্ধ আছে। ট্রেন চালানোর ব্যাপারে কোনো নির্দেশনা এখনো আসেনি।