২২ জেলে পরিবারে এমপি দিদারের ত্রাণ বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সোনাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ জেলে পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন দিদারুল আলম এমপি। গতকাল বুধবার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে জেলে পাড়ায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের হাতে নগদ টাকা, ঢেউটিন তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইদ্রিস, শ্রমিক নেতা মাহবুবুল আলম, সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াদ জিলান, ইউপি সদস্য খায়ের হোসেন প্রমুখ। শুক্রবার আগুনে ক্ষতিগ্রস্ত হয় ওইসব পরিবার।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ৮৮’ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় কবরস্থান সংস্কার ও মসজিদের উন্নয়নে ব্যারিস্টার নওফেলের অনুদান