বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি–১৪৮–এ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি আবারও নেমে পড়ে চট্টগ্রাম বিমান বন্দরে। গতকাল বৃহস্পতিবার দুবাই থেকে ফ্লাইটটি আসে বলে জানিয়েছে চট্টগ্রাম বিমান বন্দর কর্তৃপক্ষ।
বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চট্টগ্রামে অবতরণের পর ২৮৭ জন যাত্রী নিয়ে ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। এরপর হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ২১ মিনিটের মাথায় ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে আবার চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সকাল ১০টা ৫০ মিনিটে বলেন, বিমানের সব যাত্রীকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর অন্য একটি ফ্লাইট বিজি–১২২ যোগে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকায় পাঠানো হয়েছে। যান্ত্রিক ক্রুটির কবলে পড়া বিমানটিকে মেরামত করতে প্রকৌশলী দল কাজ করছে বলেও বিমানবন্দর সূত্র জানিয়েছে।