সবিনয়ে জানাচ্ছি যে, আমরা অত্র কর্পোরেশনের জামালখান লিচু বাগানের অধিবাসী। গত বছর প্রাক্তণ কমিশনার এডভোকেট এম. এ. নাছেরের বাসভবনের দক্ষিণ দিকের নালার কিছু অংশ (পূর্ব পশ্চিম অংশ) পরিষ্কার করার পর কাজ বন্ধ করে দেয়া হয়। বাকী অংশ উত্তর, দক্ষিণ দিকে এক বিরাট অংশ ময়লার ডিপুতে পরিণত হয়েছে। নালার তলা থেকে প্রায় ৩/৪ ফুট পর্যন্ত ময়লা পানি ও আবর্জনায় পরিপূর্ণ।
যার ফলে নালার দু’পাশে অধিকাংশ বাড়ি ময়লা পানিতে ভরে যায় এবং এই ময়লার পচা পানিতে মশার স্থায়ী বাসস্থানে পরিণত হয়। মশা ও ময়লা পানির যন্ত্রণায় আমরা ‘কর’ দাতা সাধারণ মানুষ বড়ই কষ্টে আছি অতএব, মহোদয়ের কাছে ফরিয়াদ, যেন ‘দরদী’ হৃদয় নিয়ে আমাদের কষ্ট লাঘবের জন্য উক্ত নালাটি অবিলম্বে পরিষ্কার করিয়ে দেয়ার ব্যবস্থা নেন ।।
এলাকাবাসীর পক্ষে-দিল আফরোজ খানম