চন্দনাইশ পৌরসভা নির্বাচনে এলডিপি মনোনীত ছাতা প্রতীকের মেয়র প্রার্থী এম. আইনুল কবির গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ‘পৌর পিতা বা শাসক নয়, সেবক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি সমন্বয়ের মাধ্যমে সকল প্রার্থীদের নিয়ে চন্দনাইশ পৌরসভা উন্নয়ন সংগ্রাম কমিটি, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠনের মাধ্যমে উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার উপর জোর দেন। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত চন্দনাইশ পৌরসভা গঠন, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, হোল্ডিং ট্যাঙ না বাড়িয়ে সেবার মান বৃদ্ধি, কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়ন, বিনামূল্যে তথ্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ সৃষ্টি, বিভিন্ন সড়কের উন্নয়ন, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে সড়কের নামকরণ, আধুনিক কসাইখানা নির্মাণসহ ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্বারের আন্দোলন ত্বরান্বিত করার লক্ষ্যে কেন্দ্রে গিয়ে ভোটারদের ছাতা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান তিনি। সাবেক মেয়র মো. আইয়ুব কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মোতাহের হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, বাঁশখালী উপজেলা এলডিপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, মো. জমির হোসেন, মো. মহিউদ্দীন, মো. মুন্না, মো. মাসুদ প্রমুখ।