আগামী ২১ এপ্রিলের পর দোকানপাট খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। গতকাল বিকেলে নগরীর টেরী বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় ব্যবসায়ী নেতারা এ আহ্বান জানান। সভায় ব্যবসায়ীরা বলেন, আগামী ২১ এপ্রিল পর্যন্ত ব্যবসায়ীরা সরকার ঘোষিত লকডাউন মেনে নিয়েছেন। কিন্তু আগামী ২২ তারিখ থেকে যদি আবারও লকডাউনের ঘোষণা আসে, তবে ব্যবসায়ীরা আর ঘরে বসে থাকবে না মাঠে নেমে কঠোর আন্দোলন করবে। শোনা যাচ্ছে ২১ তারিখের পর আবার লকডাউন দেয়া হবে। আমাদের দাবি পরিস্কার, আমরা সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে চাই। প্রয়োজনে অল্প সময়ের জন্য হলেও মার্কেট খুলে দেয়া হোক। টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তামাকুণ্ডি লেন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব, সাধারণ সম্পাদক আহমেদ কবির দুলাল, বিপনী বিতান মার্কেটের সভাপতি মোহাম্মদ ছগির, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, তামাকুণ্ডি লেন বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সরওয়ার কামাল, রিয়াজ উদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম, গোলাম রসুল মার্কেট বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রিন্টু বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর, মতি টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল খালেক, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরী, মো. লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর, তামাকুন্ডি লেন বণিক সমিতির সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

অপরদিকে মার্কেট খুলে দেয়ার দাবিতে সভা করেছেন নগরীর জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের নেতারা। সমিতির নিজস্ব কার্যালয়ে সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে গতকাল অনুষ্ঠিত জরুরি মিটিংয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নেতারা বলেন, সরকার শিল্পকারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে। এই শিল্পকারখানার সকল যাবতীয় মেশিন ও পার্টসসমূহ এই জুবিলী রোড থেকে নেওয়া হয়। তাই জুবিলী রোডও শিল্পকারখানার অন্তর্ভুক্ত। আমাদের দাবি-সকল স্বাস্থ্যবিধি মেনে সরকারি নিয়মে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হোকা। সভায় জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি আবদুল হালিম সেলিম, সহসভাপতি আব্দুল মান্নান, কামাল হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম রিন্টু, আরমান উর রসুল, মোহাম্মদ মোস্তফা, হুমায়ুন আহম্মেদ রাজু, আলী আকবর, জামাল উদ্দিন আহমেদ, আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।












