আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল সোমবার চট্টগ্রাম ও উপজেলায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল এবং হামলায় জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এতে বক্তারা বলেন, ২১ আগস্টের হোতাদের রাজপথেই প্রতিরোধ করা হবে।
পটিয়া পৌর আ.লীগ : পটিয়া প্রতিনিধি জানান, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, হাওয়া ভবনে বসে তারেক জিয়ার নির্দেশে ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতাকর্মীদের উপর গ্রেনেড হামলা করা হয়। শেখ হাসিনাসহ নেতাকর্মীদের একের পর এক হত্যার মাধ্যমে তারা আ.লীগকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র করেছিল। গতকাল সোমবার পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে পটিয়া পৌরসভা আ.লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এন.এ নাছিরের সঞ্চালনায় অনুষ্টিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী, আইয়ুব বাবুল, আবদুল খালেক, মুঃ ছৈয়দ, মো: এজাজ, ফজলুল হক আল্লাই, নাছির উদ্দীন (পদ্মা), মুজিবুর রহমান চৌধুরী।
উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, জঙ্গীবাদী ও সন্ত্রাসবাদীদের কোন ধর্ম নেই, তাদের একমাত্র পরিচয় তারা সমাজের শত্রু দেশের শত্রু, তারা দুষ্কৃতিকারী। গতকাল দোস্ত বিল্ডিং চত্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে প্রতিবাদী বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন সংঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতি, এড. এম এ নাসের চৌধুরী, আলাউদ্দিন সাবেরী, জাফর আহমেদ, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, আ স ম ইয়াছিন মাহমুদ, জেবুন্নেছা জেসী, ফোরকান উদ্দিন আহমেদ, সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, দিলোয়ারা ইউসুফ, এড. মো. শামীম, এড. বাসন্তী প্রভা পালিত, সাদাত আনোয়ার সাদী, হারুন অর রশীদ, রওশন আরা রত্না, সেলিম সাজ্জাদ, নাছির উদ্দিন দিদার, নাছির উদ্দিন রিয়াজ, এড. জুবাঈদা সরোয়ার নিপা, শফিউল আলম, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ।
দক্ষিণ জেলা আ.লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ সংগঠনের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সংগঠনের ১২২ আন্দকিল্লাস্থ কার্যালয় চত্বরে গতকাল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, এড. জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, এড. মির্জা কছির উদ্দিন, এড. মুজিবুল হক, এড. আবদুর রশিদ, নুরুল আবছার চৌধুরী, বোরহান উদ্দিন এমরান, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, এড. কামরুন নাহার, ডা. তিমির বরণ চৌধুরী, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ছিদ্দিক আহমদ বি.কম, মাহাবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, হায়দার আলী রনি, খালেদা আক্তার চৌধুরী, নাছির উদ্দিন, জসিম উদ্দিন, চৌধুরী ফরিদ, শামীমা হারুন লুবনা, দিদারুল ইসলাম, জহুরুল ইসলাম জহুর, মোহাম্মদ জোবায়ের প্রমুখ।
চন্দনাইশ উপজেলা আ.লীগ : চন্দনাইশ প্রতিনিধি জানান, গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। গাছবাড়িয়া উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, উপজেলা আ.লীগের সহ–সভাপতি আবুল বশর ভুইয়া প্রমুখ।
বাঁশখালী উপজেলা আ.লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে গ্রেনেড হামলায় নিহতের স্মরণে দোয়া ও প্রতিবাদ সমাবেশে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে না থাকলে দেশের এবং জনগণের ক্ষতি হবে। তাই নিজের জীবন বিলিয়ে দিয়েও শেখ হাসিনার জীবন রক্ষা করবে জনগণ। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও হামলার প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভা সঞ্চালনা করেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ.লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, মহিউদ্দিন চৌধুরী খোকা, আ.ন.ম শাহাদত আলম, রশিদ আহমদ চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, এডভোকেট তোফাইল বিন হোছাইন, রেহেনা আকতার কাজমী, তাজুল ইসলাম, ভুপাল বড়ুয়া, মোহাম্মদ হামিদ উল্লাহ, মাহমুদুল ইসলাম, উত্তম কারন, সেলিম আকতার প্রমুখ।
বোয়ালখালী স্বেচ্ছাসেবক লীগ : জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ প্রস্তুতি কমিটির আহবায়ক মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মনছুর আলম বাবলা ও নজরুল ইসলাম সোহেলের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা। প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের প্রমুখ।
উত্তর কাট্টলী ওয়ার্ড আ.লীগ : ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিবাদ সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য মোঃ হারুন উর রশীদ (এম এ) এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান। বক্তব্য রাখেন মোঃ আবু সুফিয়ান, সাইদুর রহমান পুতুল, তাজুল ইসলাম চৌধুরী তাজু, হাজী মোঃ ইদ্রিস মিয়া, মীর কাসেম দুলাল, এ এইচ এম আবুল খায়ের প্রমুখ।












