রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলার নারকীয় হত্যাযজ্ঞের ১৮তম বার্ষিকীতে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। গতকাল রবিবার আয়োজিত সভায় বক্তারা ২১ আগস্টে টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তারা মনে করেছিলো তাকে হত্যা করতে পারলে এদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পারবে। আওয়ামী লীগ ২১ আগস্টের হোতাদের রাজপথেই প্রতিহত করবে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল দোস্ত বিল্ডিং চত্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। জসিম উদ্দিন শাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, মহিউদ্দিন রাশেদ, আবুল কাশেম চিশতি, নুরুল আনোয়ার চৌধুরী, দেবাশীষ পালিত, নজরুল ইসলাম তালুকদার, আলাউদ্দিন সাবেরী, জাফর আহমেদ, প্রদীপ চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, আ স ম ইয়াছিন মাহমুদ, বেদারুল আলম চৌধুরী বেদার, ফোরকান উদ্দিন, মো. সেলিম উদ্দিন, সাহেদ সরোয়ার শামীম, বখতেয়ার সাঈদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, দিলোয়ারা ইউসুফ, শফিকুল ইসলাম, এড. বাসন্তী প্রভা পালিত। শেষে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল দোস্ত বিল্ডিং চত্বর থেকে শুরু হয়ে স্টেশন রোড, কোতোয়ালী হয়ে পুনরায় দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।
পটিয়া পৌরসভা আ.লীগ : পটিয়া প্রতিনিধি জানান, গ্রেনেড হামলা দিবস উপলক্ষে পটিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম। সাধারণ সম্পাদক এমএনএ নাছিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। অতিথি ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, ডা. তিমির বরন চৌধুরী, অধ্যাপক মো. হারুনুর রশিদ, আইয়ুব বাবুল, চেয়ারম্যান আবদুল খালেক, চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ। বক্তব্য রাখেন, ফজলুল হক আল্লাই, নাছির উদ্দীন (পদ্মা), ওয়াহিদুল আলম, কাউন্সিলর গোফরান রানা, আশীষ গোস্বামী, অভিজিত বড়ুয়া মানু, সরওয়ার হায়দার, সোহেল মো. নিজাম উদ্দিন, মো. সাইফুল্লাহ (পলাশ), মো. নুরুল করিম, মঞ্জুরুল আলম, বিশ্বজিৎ দাশ, সাজ্জাদ সুমন, জয়নাল আবেদীন, সুমন দাশ কার্তিক, দেবর্ষী চক্রবর্তী প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল রবিবার আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। এতে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবু সাঈদ, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, মোসলেহ উদ্দিন মনসুর, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, ডা. তিমির বরণ চৌধুরী, এড. কামরুন নাহার, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বি.কম, বিজন চক্রবর্ত্তী, এ কে আজাদ, শাহিদা আক্তার জাহান প্রমুখ।
মহানগর মহিলা আওয়ামী লীগ : চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে চট্টগ্রাম শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত সভায় সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সম্পাদক মন্ডলীর সদস্য খুরশিদা বেগম, হাসিনা আক্তার টুনু, শারমীন ফারুক, এড. রুখসানা আক্তার, আয়শা আলম চৌধুরী, মনোয়ারা বেগম মনি, আয়শা আক্তার পান্না, চেমন আরা, হাফিজা হেলাল বেবি, জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক শিরিন আক্তার, ঝর্ণা বড়ুয়া, সানিয়া, এড. সীমা প্রমুখ।
এম এ লতিফ এমপি : এম এ লতিফ এমপিের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে এমপির ৩নং জেটি গেইটস্থ রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এম. এ. লতিফ এমপি। ব্যারিস্টার কলেজ ছাত্র সংসদ ভিপি জাহিদ হোসেন খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউন্সিলর ছালেহ আহম্মেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আজিজ মোল্লা, কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, আকবর হোসেন কবি, মো. আসলাম, দেবাশীষ পাল দেবু, ওমর হাজ্জাজ, নায়েবুল ইসলাম ফটিক, সৈয়দ আহম্মদ বাদল, আব্দুল মতিন মাস্টার, সালাউদ্দিন বাবর, আমেনা বেগম মিনা, অধ্যাপিকা বিবি মরিয়ম, সুফিউর রহমান টিপু, আকতার হোসেন, মামুনুজ্জান, মো. ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন ওয়াহিদুল আলম, নুর মোহাম্মদ, আলী আকবর, শামসুল আলম, জাহিদুল আলম মিন্টু, আবদুস শুক্কুর, মো. ইমতিয়াজ, ইমাম হোসেন, আব্দুল মান্নান চৌধুরী, মোক্তার হোসেন, মো. ইকবাল, রিফাত আলম, এজহার মিয়া, ফরিদ আহম্মদ, ওমর ফারুক, মইন উদ্দিন হাসান, নেছার মিয়া আজিজ, জাহেদ আলী, মো. শাকির, মো. শাকিল প্রমুখ।
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ রবিবার অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে বাঁশখালী পৌরসভার মেয়র এসএস তোফাইল বিন হোছাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন খোরশেদ আলম, রশিদ আহমদ চৌধুরী, আ.ন.ম শাহাদত আলম, মুজিবুল হক চৌধুরী, কফিল উদ্দিন, মোহাম্মদ ইয়াছিন, ইবনে আমিন, কে.এম সালাহ উদ্দিন কামাল, জসীম উদ্দিন হায়দার, কায়েশ সরোয়ার সুমন, শামসুল আলম, নীলকন্ঠ দাশ, জিল্লুল কনিম শরীফি, আকতার হোসেন, সেলিম আকতার, নুর মোহাম্মদ আজাদ, রোজিয়া সুলতানা,
সীতাকুণ্ড এমপি : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট নিহতদের স্মরণে আলোচন সভা গতকাল রবিবার সীতাকুণ্ডস্থ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম। সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। বক্তব্য রাখেন গোলাম রব্বানী, আবুল কালাম চেয়ারম্যান, মো. মহসীন জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার আজিজুল হক, আ.ম.ম দিলসাদ, এস এম রেজাউল করিম বাহার, আ ম ম দিলশাদ, তাজুল ইসলাম নিজামী, মাইমুন উদ্দিন, সায়েদ মিয়া, মেজবা উদ্দিন চৌধুরী প্রমুখ।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গতকাল রাউজানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। বিকালে মুন্সিরঘাটায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, ২১ আগস্টের ঘটনায় জড়িত খুনি তারেক জিয়া লণ্ডনে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তাকে দেশে এনে ফাঁসিতে ঝুলানোর দাবি এখন ১৬ কোটি মানুষের। সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, আনোয়ারুল ইসলাম, নুর মোহাম্মদ, জমির উদ্দিন পারভেজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী মুহাম্মদ ইকবাল, স্বপন দাশ গুপ্ত, শাহ আলম চৌধুরী, জসিম উদ্দিন, জানে আলম জনি, শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন, সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবসার বাশি, প্রিয়োতোষ চৌধুরী, রবিন্দ্রলাল চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর সওকত হাসান প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসদর প্রদক্ষিণ করে।
পাহাড়তলী থানা আওয়ামী লীগ : গ্রেনেড হামলা উপলক্ষে এক আলোচনা সভা পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুল আমীন, মোজাফ্ফর আহম্মেদ মাসুম, কামাল উদ্দিন মাষ্টার, আবদুল মান্নান, আব্দুল হালিম মেম্বার, নুরুন্নবী সওদাগর, খোকন দেবনাথ, সেলিম সেকান্দর, মুজিবর রহমান মনা, মুক্তিযোদ্ধা আবু তাহের, আবদুল আউয়াল বিপ্লব, এখলাসুর রহমান শামীম, মোঃ কায়সার, মো. এসকান্দর, রফিক মিয়া, মো. জানে আলম, আলমগীর আলম, সৈয়দ খাঁন প্রমুখ ।