মেক্সিকোর বাসিন্দা হুয়ান পেদ্রো ফ্রাঙ্কো। বছর দুয়েক আগেও তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে স্থূলকায় ব্যক্তি। রেকর্ড সৃষ্টি করেছিলেন নিজের ওজন দিয়ে। এ বারও এক রকম রেকর্ডই গড়লেন বলা যায়। অতিরিক্ত ওজন এবং একাধিক অসুখ থাকা সত্বেও করোনাকে জয় করলেন তিনি। এখন তাঁর ওজন ২০৮ কেজি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে পাকস্থলীর সমস্যা নিয়েও হারালেন করোনাকে। যদিও এই মারণ ভাইরাসের প্রকোপেই তাঁর দেশ অর্থাৎ মেঙিকোতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমবেশি ৭৪ হাজার মানুষ। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন হুয়ানের ৬৬ বছর বয়সী মা। কিন্তু তিনি অনেক ঝুঁকি থাকা সত্বেও চিকিৎসকদের অবাক করে জয় পেয়েছেন।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে স্থূলকায় ব্যক্তি হিসেবে ২০১৬ সালে গিনেস বুক অব রেকর্ডসে নাম তোলেন উত্তর মেঙিকোর বাসিন্দা হুয়ান। ২০১৭ সাল নাগাদ পেদ্রোর ওজন ছিল ১,৩১০ পাউন্ড অর্থাৎ ৫৯৫ কেজি। সঙ্গে ছিল নানা শারীরিক সমস্যা। যদিও বিভিন্ন রকমের চিকিৎসা এবং অপারেশনের পরে তাঁর ওজন কমে খানিকটা। তুলনায় সুস্থ জীবনযাপন শুরু করেন ৩৬ বছর বয়সী এই যুবক। করোনা অতিমারির প্রকোপে সমগ্র বিশ্বের বহু দেশের পাশাপাশি, মেঙিকোর অবস্থাও বেশ শোচনীয়। এই দেশেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পেদ্রোর মত একাধিক শারীরিক সমস্যা যুক্ত ব্যক্তির করোনা ভাইরাসকে জয় করা, নজির স্থাপন বলেই মত চিকিৎসকদের। সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এটা খুব কঠিন পরিস্থিতি ছিল, গা ব্যথা জ্বরের পাশাপাশি, শ্বাস কষ্ট ছিল। তিনি করোনা জয় করতে পারবেন কিনা তা নিয়েও নিজের মনে সংশয় ছিল।