২০৩৬ পর্যন্ত ‘ক্ষমতায় থাকার’ আইনে স্বাক্ষর পুতিনের

| বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১২:২৭ অপরাহ্ণ

রাশিয়ায় প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন একটি আইনে স্বাক্ষর করেছেন যেটি তাকে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ করে দিতে পারে। সোমবার দেশটির সরকার প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত এ আইনে পুতিনের স্বাক্ষর করার কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। এ আইনের বলে পুতিন ২০২৪ সালে চলতি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নির্বাচনের মাধ্যমে আরও দুইদফা প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ পাবেন। তেমনটা হলে তিনি এক মেয়াদে ছয় বছর করে দুই মেয়াদে ২০৩৬ সাল পর্যন্ত ক্রেমলিনের শীর্ষ পদে থাকতে পারবেন। গত বছর গণভোটে রুশ জনগণ রাশিয়ায় সংবিধান পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এ নতুন আইনে স্বাক্ষর করলেন পুতিন। দেশটিতে এখন প্রেসিডেন্টের মেয়াদ ছয় বছর। কার্যকর হওয়া নতুন আইন অনুযায়ী, দেশটিতে কেউই আর দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না। খবর বিডিনিউজের।
পুতিন এর আগেও তিন দফা রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। আগের আইনে এক প্রেসিডেন্ট টানা দুই মেয়াদের বেশি পদে থাকতে পারতেন না। প্রেসিডেন্টের মেয়াদ সংক্রান্ত নতুন এ বিলটি গত মাসে রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছিল। পুতিনের বর্তমান মেয়াদ নতুন আইনটির আওতায় পড়বে না। সেক্ষেত্রে ৬৮ বছর বয়সী এ প্রেসিডেন্ট ২০২৪ সালের পর আরও দুটি মেয়াদ ক্রেমলিনের শীর্ষ পদে থাকতে পারবেন। তবে তিনি এ সুযোগ কাজে লাগাবেন কিনা, সে সম্বন্ধে তার দিক থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ২০৩৬ সালে সাবেক এ কেজিবি কর্মকর্তার বয়স ৮৩ বছর হবে।

পূর্ববর্তী নিবন্ধলকডাউন তুলে নিচ্ছে ব্রিটেন
পরবর্তী নিবন্ধরমজান উপলক্ষে ৬৮০ পণ্যের দাম কমালো কাতার