নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করা নিয়ে সৌদি আরব অনেক আগে থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছে। ২০৩৪ বিশ্বকাপের জন্য অফিসিয়ালি বিডও করেছে দেশটি। তাদের প্রতিপক্ষ হিসেবে এখনও বিড করেনি কেউ। তাই ধরা হচ্ছে মধ্য প্রাচ্যের দেশটিতেই আয়োজিত পারে ২০৩৪ আসর। এদিকে বিশ্বকাপ আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। পাঁচ শহরে ১৫টি ভেন্যুর নীলনকশা নিয়ে এগোচ্ছে তারা। ইতোমধ্যে সেখান থেকে বেশ কয়েকটি সম্পন্ন করার খবর এসেছে গণমাধ্যমে। বাকিগুলোর পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। এসব স্টেডিয়ামের মধ্যে অন্যতম এক স্টেডিয়াম, যেটি রিয়াদে তৈরি করা হবে। আশা করা হচ্ছে ২০২৯ সালের মধ্যে স্টেডিয়ামটির কাজ সম্পন্ন করা হবে। ৯২ হাজার ৭৬০ জনের ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটির নাম রাখা হবে ‘কিং সালমান আন্তর্জাতিক স্টেডিয়াম’। বিশ্বকাপ শেষে সৌদি জাতীয় দলের স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা হবে মাঠটি।