ইংল্যান্ডের কোচ হিসেবে গ্যারেথ সাউথগেটের ভবিষ্যৎ নির্ধারিত হবে হয়তো ইউরোর ফাইনালের পরের কয়েক দিনে। তবে ফাইনালের আগেই দলের রায় জানিয়ে দিলেন ডেক্লান রাইস। গোটা দলের কণ্ঠ হয়ে এই মিডফিল্ডার বললেন, আগামী বিশ্বকাপ পর্যন্ত সাউথগেটকেই কোচ হিসেবে দেখতে চান তারা।