যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ভারতীয়–মার্কিনি রিপাবলিকান নেত্রী ও সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি। মঙ্গলবার প্রকাশ করা এক ভিডিওতে হ্যালি ঘোষণা দেন। এতে তিনি বলেন, আমি নিকি হ্যালি, প্রেসিডেন্ট পদের জন্য লড়ছি। একজন ভারতীয় অভিবাসী হওয়ার জন্য নিকি গর্বও করেছেন এক টুইটে। তিনি লেখেন, না সাদা, না কালো, আমি ভিন্ন। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে নিকি হ্যালি তার সাবেক বস ডনাল্ড ট্রাম্পকে এই প্রথম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ট্রাম্পের প্রেসিডেন্সির আমলে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন নিকি। খবর বিডিনিউজের।
ভারতীয় বংশোদ্ভূত ৫১ বছর বয়সী নিকি হ্যালির জন্ম দক্ষিণ ক্যারোলাইনার এক পাঞ্জাবী শিখ পরিবারে। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেসেন্টেটিভস–এর সদস্য নির্বাচিত হন তিনি। ২০১০–সালে হয়েছিলেন দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাকলিকান প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া চলার সময় তিনি ট্রাম্প বিরোধী শিবিরে ছিলেন। পরে তিনি শিবির বদলান।
এবার মার্কিন প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেওয়ার পর ১৫ ফেব্রুয়ারিতে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে এক ভাষণে নির্বাচনী প্রচারের পরিকল্পনা জানানোর কথা রয়েছে তার। নির্বাচিত হলে নিকি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আগে থেকেই মাঠে রয়েছেন। গত বছর নভেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। রিপাবলিকান পার্টি থেকে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন ট্রাম্প।