২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জোরালো ইঙ্গিত দিলেন ট্রাম্প

| রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জোরাল ইঙ্গিত দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বিবিসি জানায়, এই প্রচারে নেমেই আইওয়ার একটি সমাবেশে ট্রাম্প বলেছেন, তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘খুব, খুব, খুব সম্ভবত’ আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পরে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, ১৪ নভেম্বরেই হয়ত তিনি এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়ে ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছিলেন তিনি। খবর বিডিনিউজের।

বৃহস্পতিবার রাতে আইওয়ার সমাবেশে ট্রাম্প আবারও ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির কারণে তাকে হারতে হয়েছে বলে ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেন, আমি দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেছি, দুইবার জিতেছি। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার আমি অনেক বেশি ভাল করেছি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীকে হারিয়ে প্রথম জয় পেলো রাইজিং স্টার
পরবর্তী নিবন্ধইমরান খানের অভিযোগ ভিত্তিহীন, পাকিস্তান সেনাবাহিনী