বৈষম্যবিরোধী কওমী ছাত্র–জনতা আন্দোলনের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কওমী ছাত্রনেতা জিয়াউল হাসান ফারুকী। বক্তব্য রাখেন পটিয়া মাদরাসার ছাত্র জিহাদুল ইসলাম জিহাদ, হাটহাজারী মাদরাসার ছাত্র মিনহাজ উদ্দিন, বাবুনগর মাদরাসার ছাত্র তৌহিদুল ইসলাম, লালখান বাজার মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল্লাহ, মাওলানা আজিজুল হক, মাওলানা আবু সালেক, মালোনা মাহমাদুল হাসান, দারুল মা’আরিফ মাদরাসার ছাত্র তালহা বিন আমিন, মুজাহেরুল মাদরাসার ছাত্র জাফর আলম চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের বিরোধিতা করে হাটহাজারী মাদরাসার ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল চলাকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে ৪ জন মাদরাসা ছাত্র শহীদ হন। সাম্প্রতিক এসব শহীদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলেও খুনীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এসব খুনীদের অবিলম্বে গ্রেপ্তার দেখতে চান তারা। বক্তারা বলেন, অবিলম্বে মোদী বিরোধী আন্দোলনে ছাত্র হত্যাকাণ্ডের মদদদাতা ও উস্কানিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সভায় অভিযোগ করা হয়, কওমী অঙ্গনের একটি সুবিধাবাদী মহল যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে হালুয়া রুটির ভাগ বসিয়েছিল তারা এখন খোলস পাল্টে নামে বেনামে বিভিন্ন দাবি–দাওয়া নিয়ে মাঠে ময়দানে শান্তির পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।