২০১৯-২০২০ কর বছরে ২য় সর্বোচ্চ করদাতা মেঘনা পেট্রোলিয়াম

ক্রেস্ট ও ট্যাক্স কার্ড সম্মাননাপত্র গ্রহণ

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাবসিডিয়ারি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ২০১৯-২০২০ কর বছরে জ্বালানি খাতে ২য় সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম ট্যাক্সেস ক্লাবে অনাড়ম্বর অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে কোম্পানির পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর মীর ছাইফুল্লাহ-আল-খালেদ ক্রেস্ট ও ট্যাক্স কার্ড সম্মাননাপত্র গ্রহণ করেন। কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে বলে জানান ম্যানেজিং ডাইরেক্টর মীর ছাইফুল্লাহ-আল-খালেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি আলাওল কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক হাইকিং
পরবর্তী নিবন্ধশিক্ষাসামগ্রী বিতরণ ও পিঠা পুলি উৎসব