২০০ ফুট পাকা সড়ক খালে

আশিয়া বাংলাবাজার-বুধপুরা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

পটিয়ায় খালের গর্ভে বিলীন হয়ে গেছে দুইশত ফুট গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। এতে ঝুঁকি নিয়ে যানবাহন ও হাজারো মানুষকে চলাচল করতে হচ্ছে। ছোট যানবাহন কোনোমতে চলতে পারলেও বড় যানবাহন চলাচল একেবারে বন্ধ। এতে বেকায়দায় পড়েছেন পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাংলা বাজার-বুধপুরা বাজার সড়কের মুন্সি পুকুর পাড়ের লোকজন।
স্থানীয়রা জানান, উপজেলার আশিয়া বাংলা বাজার সড়কটি জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। এর সাথে রয়েছে পার্শ্ববর্তী জঙ্গলখাইন, ছনহরা, কাশিয়াইশ, জিরি ও পৌরসভা সদরের সাথে যোগাযোগের সহজ মাধ্যম। আশিয়া বাংলা বাজার থেকে বুধপুরা বাজার সড়কের পাশে রয়েছে এতিমখানা, প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয়। ফলে প্রতিদিন এ রাস্তা দিয়ে ছোট-বড় অসংখ্য গাড়ি চলাচল করে থাকে। ভাঙনের ফলে ছোট গাড়ি ঝুঁকি নিয়ে চললেও বড় পরিবহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এতে মালামাল নিয়ে গন্তব্যে যেতে না পারায় বেকায়দায় পড়তে হচ্ছে অনেককে।
জানা যায়, গুরুত্বপূর্ণ এ রাস্তার পাশে রয়েছে জোয়ার-ভাটার আশিয়া কেরিঞ্জা খাল। খালটি চাঁনখালী খাল হয়ে কর্ণফুলী নদীর সাথে যুক্ত। সম্প্রতি সিত্রাং এর প্রভাবে জোয়ারের পানি রাস্তায় ওঠে যায়। কেরিঞ্জা খালের মুন্সি পুকুর পাড় এলাকায় জোয়ারের পানির ধাক্কায় রাস্তাটি দেবে খালের গর্ভে নেমে যায়। একইভাবে ৬ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় খালের পাশে দেবে গেছে।
জানতে চাইলে আশিয়া ইউপি চেয়ারম্যান এম এ হাসেম জানান, রাস্তার পাশে জোয়ার-ভাটা খাল হওয়ায় একাধিকবার এ সড়কটির বিভিন্ন অংশ দেবে যায়। ইতিমধ্যে কয়েকবার সংস্কার কাজও করা হয়েছে।

সম্প্রতি চিত্রাংয়ের বৈরী আবহাওয়া ও অতিরিক্ত জোয়ারের পানির কারণে সড়কটির প্রায় দুইশত ফুট অংশ খালের মধ্যে দেবে গেছে। এ অংশটি দ্রুত সংস্কারের জন্য জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির নির্দেশে উপজেলা এলজিইডির প্রকৌশলী সরেজমিন পরিদর্শন করেছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হবে।
স্থানীয় বাসিন্দা ইমরান উদ্দিন বশির জানান, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এর পাশে স্রোতস্বিনী খাল থাকায় পানির চাপে ও চিত্রাংয়ের কারণে অতিরিক্ত জোয়ারের পানির তোড়ে সড়কটির কিছু অংশ খালে দেবে গেছে। এতে মানুষ ও যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। এটা সংস্কার করার জন্য স্থানীয় চেয়ারম্যান ও এলজিইডি কর্তৃপক্ষ ইতিমধ্যে পরিদর্শন করে সহসায় সংস্কারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
পটিয়া উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের পানির কারণে উপজেলার আশিয়া ইউনিয়নে একটি রাস্তার কিছু অংশ দেবে গেছে। স্থানীয়দের থেকে খবর পেয়ে কেরিঞ্জা খালের কিছু অংশে প্যালাসাইডিং করার জন্য ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে গেলেন ২০ হাজার যুবলীগ নেতাকর্মী
পরবর্তী নিবন্ধরং সাইডে এসে স্কুটিকে কাভার্ড ভ্যানের ধাক্কা মহিলার মৃত্যু