দেশের ২০টি প্রেক্ষাগৃহে গতকাল শুক্রবার মুক্তি পেল মনোয়ার হোসেন ডিপজল ও মৌ খান অভিনীত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা। এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর।
নির্মাতা মনতাজুর রহমান আকবর জানান, এটি একটি সামাজিক–পারিবারিক ঘরানার সিনেমা। এ ধরনের গল্পে সাধারণত সিনেমা নির্মিত হয় না। প্রতিটি সংসারে জামাই–বউয়ের মধ্যে ঝগড়া–বিবাদ থাকে। সন্দেহ থাকে। পরিবারের ভেতর যত ধরনের বিরোধপূর্ণ ঘটনা ঘটে তা এই সিনেমায় উঠে আসবে। খবর বাংলানিউজের।
‘যেমন জামাই তেমন বউ’ প্রসঙ্গে মৌ খান বলেন, প্রত্যাশা অনেক বেশি। কারণ, ডিপজল ভাইয়া অনেক গুণী একজন অভিনেতা। প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছি। আশা করি, দর্শকরা সুন্দর একটা জুটি দেখতে পারবেন।
‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে ডিপজল ও মৌ খান ছাড়াও আরো অভিনয় করছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খনসহ আরো অনেকে।