স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রতিহত করার ডাক দিয়ে সংঘাতে জড়িয়ে গ্রেপ্তার হওয়া হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ইসলামাবাদী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। প্রায় ২০ মাস জেলে থাকার পর ১৩টি মামলায় জামিন পেয়ে তিনি মুক্ত হয়েছেন।
গতকাল রোববার দুপুরে আজিজুল হক ইসলামাবাদীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার এমরান আহমেদ। আজিজুল হক ইসলামাবাদী প্রয়াত আহমদ শফী ও জুনাইদ বাবুনগরীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
হেফাজতের নেতাকর্মীদের যে অংশটি সরকার বিরোধী উগ্র তৎপরতায় যুক্ত ছিলেন বলে অভিযোগ আছে, তাদের শীর্ষ নেতাদের একজন ইসলামাবাদী। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার এমরান আহমেদ বলেন, ইসলামাবাদীর বিরুদ্ধে ১৩টি মামলা ছিল। প্রত্যেকটি মামলায় তিনি জামিন পেয়েছেন। সর্বশেষ মামলায় জামিননামা কারাগারে পৌঁছার পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।