কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে চার দলের মধ্যে সর্বনিম্ন স্থান পেয়ে লিটল ব্রাদার্স দ্বিতীয় বিভাগে নেমে গেছে। গতকাল মঙ্গলবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত রেলিগেশন পর্বের শেষ খেলায় ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব ৫২ রানে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। এ পরাজয়ের ফলে রেলিগেশন লিগের তিনটি খেলাতেই তারা পরাজিত হলো এবং তারা কোন পয়েন্ট অর্জন করতে পারেনি। লিগের গ্রুপ পর্বেও কোন পয়েন্ট ছিল না এ দলটির। তাদের প্রতিপক্ষ ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব রেলিগেশন পর্বে ৪ পয়েন্ট অর্জন করে। গতকাল টসে জিতে লাকী ষ্টার প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ৩৩৯ রানের বিশাল স্কোর গড়ে তোলে। দুই ওপেনার উদ্বোধনী জুটিতে শতরান যোগ করে। জুহাইর রহমান ৮৫ এবং সোহানুর রহমান ৮৮ রান করে আউট হন। এর মধ্যে জুহাইর ছিলেন মারমুখী। ৩৮ বলে ঐ রান করতে গিয়ে তিনি ১১টি ছক্কা এবং ৩টি চার মারেন। এছাড়া শাফিন শাহনেওয়াজ ৭২ রান সংগ্রহ করেন। অন্যদের মধ্যে ইয়াসিন ১৬,জাহেদ হাসান অপু ১৩,মাহরাজুল আলম ১০,আবদুল্লাহ আল নোমান অপরাজিত ১১ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ২৫ রান। লিটল ব্রাদার্সের মইন আলী ৬৩ রানদিয়ে ৫টি উইকেট দখল করে। এছাড়া মো. রাসিফ ২টি উইকেট পান। জবাব দিতে নেমে লিটল ব্রাদার্স ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান করে থামে। দলের হয়ে অর্ধশতক হাঁকান মো. হাসিব ৭৫ এবং শাহেদ ৭৬। এছাড়া মো. হাসান ৪২, মো. আরমান ২৮, মো. ওসমান ২০ এবং জীবন ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। লাকী স্টার ক্লাবের রেজাউল ৫৬ রান দিয়ে ৫টি উইকেট নেন।