সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে গতকাল শনিবার লিটল ব্রাদার্স–ওপিএ খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে দু’দলই ১ পয়েন্ট করে পেয়েছে। এতে করে লিটল ব্রাদার্সের পয়েন্ট হয়েছে ৮ এবং ওপিএ দলের ৭। রেলিগেশন পর্বে দু’দলেরই এটি দ্বিতীয় খেলা। গতকাল টসে জয়লাভ করে লিটল ব্রাদার্স ওপিএ দলকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ওপিএ ২৯.২ ওভার খেলে ৬ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে। এ সময় ভারী বৃষ্টি শুরু হলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। আজ রেলিগেশন পর্বের খেলায় অংশ নেবে এলিট পেইন্ট এবং মাদারবাড়ি মুক্তকণ্ঠ। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।












