২য় বিভাগ ক্রিকেট লিগ বার্ডসের জয়যাত্রা অব্যাহত

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:৩০ পূর্বাহ্ণ

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে বার্ডস স্পোর্টিং ক্লাব নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে। গতকাল রোববার লিগের ‘বি’ গ্রুপে ৪র্থ রাউন্ডের খেলায় বার্ডস স্পোর্টিং ক্লাব ১ উইকেটে পিডিবিকে পরাজিত করে। এ নিয়ে টানা চার খেলার চারটিতেই জয় পেয়েছে বার্ডস। অন্যদিকে পিডিবি চার খেলার দুটিতে জয় পেয়েছে এবং দুটিতে পরাস্ত হয়েছে। চার খেলায় বার্ডস ১২ এবং সমান খেলায় পিডিবি ৬ পয়েন্ট পেয়েছে। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গতকালের খেলায় টসে জিতে বার্ডস স্পোর্টিং প্রথমে ব্যাট করতে পাঠায় পিডিবিকে। পিডিবি ৪৭.৫ ওভার খেলে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৬ রান। দলের অধিনায়ক আবদুল হান্নান ৫১ বল খেলে সর্বোচ্চ ৬৯ রানে অপরাজিত থাকেন। ২টি চার এবং ৭টি ছক্কা হাঁকান তিনি। অন্যদের মধ্যে আবদুর রহিম ৪০,আহমেদুল হাসান ২৭ এবং দিদারুল আলম ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৭ রান। বার্ডস স্পোর্টিং ক্লাবের মো. শাহনেওয়াজ ৫২ রানে ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন ইমরান আলম সজিব,আশিক আলম অপূর্ব এবং রুকুনুল আবেদিন। ১টি উইকেট দখল করেন জাহেদুল হাসান। জবাবে বার্ডস স্পোর্টিং ক্লাব ৪৭.২ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে। তাদের উদ্বোধনী জুটি ৩৯ রান করে বিচ্ছিন্ন হন। সাইফুদ্দিন কায়সার নিজস্ব ২০ রানে আউট হওয়ার পরপরই শুরু হয় তাদের দুর্গতি। অপর ওপেনার রুকুনুল আবেদিনও নিজের ১২ রানে এরপর ফিরে যান। দলীয় ৪১, ৪২, ৪৫ এবং ৪৭ রানের মাথায় তাদের চার ব্যাটার দ্রুত ফিরে যান। এর মধ্যে আবদুল কাদের এবং নিজাম উদ্দিন রয়েল কোন রান সংগ্রহ করতে পারেননি। পিডিবির বোলার আরিফুল ইসলামের বোলিং তোপে কোনঠাসা হয়ে পড়ে বার্ডসের ব্যাটিং লাইন আপ। এরপর খেলায় ফিরে আসায় চেষ্টায় মাতেন মেহেরাব হোসেন এবং মো. শাহওনেয়াজ। এ জুটি অবিচ্ছিন্ন থেকে ৪১ রান যোগ করেন। দলীয় ৮৮ রানে শাহনেওয়াজ ব্যক্তিগত ২৮ রানে আউট হয়ে যান। ৯৯ রানে ফিরেন মেহেরাব (১৬)। ১১১ রানে ৮ম উইকেটের পতন ঘটে তাদের। পরাজয় অনেকটা ঘনিয়ে আসছিল। এই অবস্থায় নবম উইকেট জুটিতে অধিনায়ক জাহেদুল হাসান এবং ইমরান আল সজিব দলের হাল ধরেন। তাদের ব্যটিংয়ে দল জয়ের সুবাস পেতে থাকে। এ জুটি ৮৩ রান যোগ করলে দলের রান সংখ্যা ১৯৪ এ উন্নীত হয়। সজিব ব্যক্তিগত ৪৭ রানে আউট হলেও জাহেদুল দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন। জাহেদুল ৬৯ বল খেলে ৪৫ রানে অপরাজিত থাকেন। সজিব ৬৬ বল খেলে ৪৭ করেন ৩টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়ে। শেষ ব্যাটার আশিক আলম ১০ রানে অপরাজিত ছিলেন। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। পিডিবির আরিফুল ইসলাম ৪৩ রানে বার্ডসের ৪টি উইকেটের পতন ঘটিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। আহমেদুল হাসান ৩৮ রানে ৩টি উইকেট পান। ২টি উইকেট দখল করেন দেলোয়ার হোসেন ২৮ রান খরচায়। আজকের খেলা : মাদারবাড়ি মুক্তকণ্ঠ বনাম আবেদীন ক্লাব (এম এ আজিজ স্টেডিয়াম)

পূর্ববর্তী নিবন্ধজাতীয় কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রামের খেলোয়াড়দের সাফল্য
পরবর্তী নিবন্ধএকাডেমি ল্যাবরেটরি এবং নাসিরাবাদ স্কুলের শুভ সূচনা