২য় কারাতে কোচেস ও গ্রেডিং সেমিনার চট্টগ্রাম বিভাগে সম্পন্ন

| মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৪:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ও বাংলাদেশ সোতোকান কারাতে দোএসোসিয়েশন ( কিউখাই) এর ব্যাবস্থাপনায় এবং বাংলাদেশ সোতোকান কারাতে দোএসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে ২ দিন ব্যাপী ২য় কারাতে কোচেস ও গ্রেডিং সেমিনার গত ১০১১ অক্টোবর সম্পন্ন হয়েছে। ১০ অক্টোবর কক্সবাজার লাবনী বিচে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুূদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি হাইওয়ে শাহীনুর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শিহান মোয়াজ্জেম হোসেন সেন্টু। বাংলাদেশ সোতোকান কারাতে এসোসিয়েশন সভাপতি শামসের আলম ভুঁইয়া এর সভাপতিত্বে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য এবং সোতোকান কারাতে এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান এ বি রনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আফজাল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইনুল হোসেন, সহসভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য নুর মোহাম্মদ রকি, প্রচার সম্পাদক আলমগীর হোসেন। ২ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান ১১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ। দেশের ২৭ জেলা হতে প্রায় ২০০ সিনিয়র এবং জুনিয়র কারাতে কোচ উক্ত ট্রেনিং ও গ্রেডিং সেমিনারে অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা মিনিবার অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাঁতারে সেরা ফারহান ও আমেনা