২য় ও ৩য় বিভাগে নিবন্ধিত খেলোয়াড়দের নিয়ে নভেম্বরে শুরু হবে ফুটবল টুর্নামেন্ট

| রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে আগামী ২০ নভেম্বর হতে সিজেকেএস সিডিএফএ আয়োজিত ২য় ও ৩য় বিভাগে নিবন্ধিত খেলোয়াড়দের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত ৮৯টি ক্লাবের মধ্যে অংশগ্রহণে আগ্রহী ক্লাবসমূহকে নিয়েই হবে এ টুর্নামেন্ট। উল্লেখ্য গত ২০২২২৩ মৌসুমে যেসব খেলোয়াড়গণ সিজেকেএস সিডিএফএ আয়োজিত ২য় ও ৩য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণ করেছেন বা রেজিষ্ট্রেশন করেছেন শুধুমাত্র তারাই এ ফুটবল টুর্নামেন্টে খেলার যোগ্য বলে বিবেচিত হবেন। টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক ক্লাবসমূহকে স্ব স্ব ক্লাব প্যাডে আগামী ২৩ অক্টোবরের মধ্যে (সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টার মধ্যে) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ সিজেকেএস ক্লাব সমিতির অস্থায়ী কার্যালয়ে এন্ট্রি জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেসিকে ছাড়াই ভেনেজুয়েলাকে হারালো আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধকানাডায় টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক সাকিবের