সেন্টমার্টিনে ২শ হুইস্কির বোতলসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন বলেন, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর হয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। তাদের ধাওয়া করে নৌকাটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তাভর্তি হইস্কি পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।